skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনপ্রতিবাদী সুর বাঁধলেন পল্লব কীর্তনিয়া
Pallab Kirtania

প্রতিবাদী সুর বাঁধলেন পল্লব কীর্তনিয়া

‘সন্ত্রাসখালির গান’ বাঁধলেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া

Follow Us :

কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে রাজ্য-রাজনীতির ময়দানে রীতিমতো চর্চা শুরু হয়েছে সন্দেশখালি কাণ্ড (Sandeshkhali Incident) নিয়ে। এই সন্দেশখালি নিয়েই এবার ‘সন্ত্রাসখালির গান’ বাঁধলেন সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনিয়া (Pallab Kirtania)। নিজের কথায় ও সুরে গানের ভিডিও পল্লব সোশাল মিডিয়ায় শেয়ার করে শিল্পী লেখেন, আমি বুদ্ধিজীবী নই, সেলিব্রিটি নই, তবে এটুকু বুঝি সন্দেশখালির মানুষের পাশে থাকা উচিত। যে অমানবিক, হিংস্র, শাসক নামক প্রবল প্রতিপক্ষের সঙ্গে তাঁরা লড়ছেন তাতে নাগরিক সমাজের পাশে থাকার অন্তত আশ্বাসটুকু জরুরি।

আরও পড়ুন:

কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৫)

 

পল্লব আরও বলেছেন, আমি সন্দেশখালিতে গেলাম ওদের ক্রোধ, ওদের লড়াই ওদের কান্নায় কণা ভেতরে নেব বলে। আর এই সকল আবহে ওদের জন্য একটা গান বেরিয়ে এল শাসকের প্রতিস্পর্ধী হয়ে। ‘সন্ত্রাসখালির গান’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পল্লব বলেছেন, শাসক কত দুর্নীতিপরায়ন, অমানবিক, হিংস্র এবং মিথ্যুক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালি। এই গানে সেই প্রবলকে তীব্র কষাঘাত করা হয়েছে। ছিড়ে ফেলা হয়েছে মুখোশ, বেরিয়ে পড়েছে শাসকের দগদগে মুখ।

 

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular